ঘণ্টায় দুইবার যৌন সম্পর্ক করলে পুরুষের সন্তান জন্মদান সক্ষমতা [ফার্টিলিটি] তিনগুণ বাড়ে বলে এক গবেষণায় দেখা গেছে। মূলত শুক্রাণু যত সতেজ থাকে সন্তান জন্মদান ততই উন্নততর হয় বলে গবেষকদের মত। গবেষণায় প্রাপ্ত তথ্য যেসব দম্পতি স্বাভাবিকভাবে সন্তান নিতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে বড় ধরনের ইতিবাচক ভূমিকা রাখবে আশাবাদ ব্যক্ত করেছেন গবেষকরা। লন্ডনের নর্থ মিডলসেক্স হাসপাতালের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। আস্কমেনডটকম তাদের এক প্রতিবেদনে একথা জানিয়েছে।
গবেষণায় অংশগ্রহণকারী পুরুষদেরকে এক ঘণ্টার মধ্যে দ্বিতীয় শুক্রাণু নমুনা দিতে বলা হয়েছিল। পরে চিকিৎসকরা এ নমুনা নিয়ে গবেষণা করে দেখেছেন যে, ইনট্রাইউটেরাইন ইনসেমিনেশন [আইইউআই] নামে এক ধরনের অনুর্বরতা চিকিৎসার সফলতার হার অবিশ্বাস্যরকমভাবে ২০ শতাংশ বেড়ে গেছে। অাইইউআই সমস্যায় ভুগছেন গবেষণায় অংশগ্রহণকারী এমন নারীদের ক্ষেত্রে দ্বিতীয় শুক্রাণু নমুনা ব্যবহার করে দেখা গেছে, তাদের মধ্যে ১৫ জন অতি তাড়াতাড়ি গর্ভধারণ করেছেন। আর একই ধরনের শুক্রাণু নমুনা ব্যবহারকারী অন্য নারীদের মধ্যে ১০ জন দ্বিতীয়বারের চেষ্টায় গর্ভধারণ করেছেন।
এদিকে, এর আগে অনেক বিশেষজ্ঞ মত দিয়েছিলেন যে, নতুন নয় বরং পুরাতন শুক্রাণুতে-ই পুরুষের সন্তান জন্মদানের সক্ষমতা বাড়ে। অথচ নর্থ মিডলসেক্স হাসপাতালের ওই গবেষণায় বলা হয়েছে, শুক্রাণুর নমুনা যত নতুন [ফ্রেশ] হবে এর গুণগত মান তত ভালো হয়।
সূত্র : আইএএনএস
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.