বাঞ্ছারামপুরে ৬৮ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার



ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় মাদক বিরোধী অভিযানে ৬৮ বোতল ফেনসিডিলসহ ছানাউল্লাহ (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‍্যাব-৯।


গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার (২৭ জুন) সকাল সোয়া ৬টায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় অভিযান পরিচালনা করে ৬৮ বোতল ফেনসিডিল উদ্ধারপূর্বক একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।


গ্রেফতারকৃত ছানাউল্লাহ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার কালিকাপুরের মীরবাড়ী এলাকার বাসিন্দা।


পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামি ও জব্দকৃত আলামত সংশিষ্ট থানায় হস্তান্তর করা হয়।


র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া জানান, মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান সকল অভিযান অব্যাহত থাকবে।

Post a Comment

Please do not enter any spam link in the comment box.

নবীনতর পূর্বতন