জনপ্রতিনিধিদের ক্ষমতার পরিধির মধ্যে থেকে এলাকার উন্নয়নে কাজ করতে হবে- গণপূর্ত মন্ত্রী


ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে নব নির্বাচিত জনপ্রতিনিধিদের ক্ষমতার পরিধির মধ্যে থেকে এলাকার উন্নয়নে কাজ করতে আহ্বান  জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্বভার গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আইন ও বিধি বিধান উপেক্ষা করে কোন কাজের পাশে তিনি থাকবেন না। তিনি নব নির্বাচিত পরিষদকে জনগনের পাশে থেকে একটি আদর্শ উপজেলা গড়ে তুলতে আহ্বান  জানান।


অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম শেখের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মোঃ হেলাল উদ্দিন, সাধারন সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভুইয়া, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত বিদায়ী চেয়ারম্যান এডভোকেট লোকমান হোসেন, সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান শাহদাৎ হোসেন শোভন, ভাইস চেয়ারম্যান মোঃ রবিউল আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান আফরিন ফাতিমা জুই। 

Post a Comment

Please do not enter any spam link in the comment box.

নবীনতর পূর্বতন