সর্বজনীন পেনশন- প্রত্যয় স্কিম | Prottoy Scheme

স্ব-শাসিত, স্বায়ত্তশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের জন্য “প্রত্যয়” স্কিম (Prottoy Scheme)

 


মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বিগত ১৭ আগস্ট ২০২৩ সর্বজনীন পেনশন স্কিমের শুভ উদ্বোধন ঘোষণার পর প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা নামে চারটি পেনশন স্কিম চালু হয়। সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইনের ১৪(২) ধারা অনুযায়ী বিগত ১৩ মার্চ ২০২৪ তারিখে জারীকৃত এস.আর.ও নং ৪৭-আইন/২০২৪ এর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত, স্ব-শাসিত, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং এদের অধীনস্থ অঙ্গ প্রতিষ্ঠানসমূহের চাকরিতে যে সকল কর্মকর্তা বা কর্মচারী, (তারা যে নামেই অভিহিত হোক না কেন) ১ জুলাই, ২০২৪ খ্রিষ্টাব্দ তারিখ ও তৎপরবর্তী সময়ে নতুন যোগদান করবেন তাদেরকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার সরকারি সিদ্ধান্ত গ্রহন করা হয়। এস. আর.ও নং ৪৮-আইন/২০২৪ তারিখ ১৩ মার্চ ২০২৪ খ্রি. এর মাধ্যমে জারীকৃত বিধিমালায় “প্রত্যয়” স্কিমের রূপরেখা ঘোষণা করা হয়। নিম্নে “প্রত্যয়” স্কিমের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হলো:


 


সর্বজনীন পেনশনের “প্রত্যয়” স্কিমে প্রদত্ত মাসিক জমার বিপরীতে কর রেয়াত পাওয়া যাবে ও মাসিক পেনশন আয়কর মুক্ত থাকবে।


পেনশনে থাকাকালীন ৭৫ (পঁচাত্তর) বছর পূর্ণ হওয়ার পূর্বে পেনশনার মৃত্যুবরণ করলে পেনশনারের নমিনি অবশিষ্ট সময়কালের (মূল পেনশনারের বয়স ৭৫ বছর পর্যন্ত) জন্য মাসিক পেনশন প্রাপ্য হবেন।

“প্রত্যয়” স্কিমে অংশগ্রহনকারী প্রতিষ্ঠানে কর্মী এবং প্রতিষ্ঠানের জন্য ধার্যকৃত মাসিক চাঁদা প্রতিষ্ঠান কর্তৃক একত্রে পেনশন কর্তৃপক্ষের নির্ধারিত ব্যাংক একাউন্টে জমা করতে হবে।


পেনশন প্রাপ্তির ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে EFT (Electronic Fund Transfer) এর মাধ্যমে পেনশনারের ব্যাংক এ্যাকাউন্টে মাসিক পেনশনের টাকা জমা হবে।


চাঁদাদাতা পেনশনযোগ্য বয়সে উপনীত হওয়ার পূর্বে মৃত্যুবরণ করলে জমাকৃত সমুদয় অর্থ মুনাফাসহ তার নমিনি বা নমিনিগণকে এককালীন ফেরত দেয়া হবে।


রাষ্ট্রায়ত্ত, স্ব-শাসিত, স্বায়ত্তশাসিত বা সমজাতীয় প্রতিষ্ঠানে ১ জুলাই, ২০২৪ খ্রিষ্টাব্দ তারিখ বা তৎপরবর্তী সময়ে নতুন নিয়োগ প্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী বাধ্যতামূলকভাবে “প্রত্যয়” স্কিমে অন্তর্ভুক্ত হবেন।


উল্লিখিত প্রতিষ্ঠানসমূহে ০১-০৭-২০২৪ খ্রিষ্টাব্দ তারিখ বা তৎপরবর্তীতে নতুন কর্মচারী হিসেবে যোগদানকারীদের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিদ্যমান অবসর সংক্রান্ত বিধি-বিধান প্রযোজ্য হবে না।

পেনশনারগণ আজীবন অর্থাৎ মৃত্যুর পূর্ব পর্যন্ত পেনশন সুবিধা ভোগ করবেন।


উল্লিখিত প্রতিষ্ঠানসমূহে বর্তমানে কর্মরত যাদের চাকুরি ১ জুলাই ২০২৪ খ্রি. তারিখে ন্যূনতম ১০ (দশ) বছর অবশিষ্ট আছে তারা স্বেচ্ছায় “প্রত্যয়” স্কিমে অংশগ্রহণ করতে পারবেন।


সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীর প্রাপ্ত মূল বেতনের ১০% বা সর্বোচ্চ ৫০০০ (পাঁচ হাজার) টাকা এর মধ্যে যা কম তা কর্মকর্তা বা কর্মচারীর বেতন হতে কর্তন করা হবে এবং সমপরিমাণ অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদান করবে।


Post a Comment

Please do not enter any spam link in the comment box.

নবীনতর পূর্বতন