ব্রাহ্মণবাড়িয়ায় দুই প্রাইভেটকার থেকে ১০৪ কেজি গাঁজা উদ্ধার, তিন মাদক কারবারি আটক

 

ব্রাহ্মণবাড়িয়ায় দুটি প্রাইভেটকার থেকে ১০৪ কেজি গাঁজা উদ্ধার করেছে শিক্ষার্থীরা। এ সময় তিন মাদক কারবারিকে আটক করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।  রোববার রাতে শহরের কাউতলী মোড় থেকে তাদেরকে আটক করা হয়। 

খোঁজ নিয়ে জানা গেছে, গত ৫ আগস্টের পট পরিবর্তনের পর থেকে শহরের যানজট নিরসনে ট্রাফিকিংয়ের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। রোববার রাত ৯টার দিকে কাউতলী মোড়ে ট্রাফিকিং করার সময় শিক্ষার্থীরা গোপন সংবাদের ভিত্তিতে একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ১৮টি প্যাকেটে ৫৪ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় কাউসার আলম ভূইয়া নামে প্রাইভেটকার চালককে আটক করে। পরে উদ্ধারকৃত মাদকসহ আটক কাউসার আলমকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। 

এদিকে রাত ১০টার দিকে শিক্ষার্থীরা আরেকটি প্রাইভেটকারকে ধাওয়া করে অবকাশ এলাকায় আটক করে। পরে প্রাইভেটকার তল্লাশী চালিয়ে ৫০ কেজি গাঁজা উদ্ধার করে এবং মাদক পাচারের সাথে জড়িত দুইজনকে আটক করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। 

এ ব্যাপারে জেলা পরিষদে থাকা সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের ইনচার্জ ৩৩ বীরের ওয়ারেন্ট অফিসার দিদারুল আলম দিদার বলেন, মাদক সহ দুটি প্রাইভেটকার আটক করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। এই ঘটনায় নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Post a Comment

Please do not enter any spam link in the comment box.

নবীনতর পূর্বতন