ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে মোঃ জুয়েল-(৩৪) নামে এক হাজতি ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। গত বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় এক কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি দু’জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।
মৃত মোঃ জুয়েল ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার চর-চারতলা গ্রামের আবু চান মিয়ার ছেলে। তিনি ২০২০ সালে স্ত্রীকে হত্যার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতি হিসেবে ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেল সুপার ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকরামুল হক নাহিদ জানান, জুয়েল তার স্ত্রীকে হত্যা মামলায় বিচারাধীন ছিলেন। তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছে। তাকে কারাগারের সেলে রাখা হয়েছিল। বৃহস্পতিবার রাতে সে সেলের গ্রীলের রডে গামছা প্যাঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এই অবস্থায় কারারক্ষীরা দেখে কারা হাসপাতালের চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে প্রাথমিকভাবে মৃত ঘোষণা করেন। পরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে গেলে সেখানে তাকে পরীক্ষা নিরীক্ষা করে চূড়ান্তভাবে মৃত ঘোষণা করা হয়।
তিনি আরো বলেন, এই ঘটনায় রিপন বড়–য়া নামের এক কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়াও প্রধান কারারক্ষী আবদুর রশীদ ও সহকারী কারারক্ষী উত্তম কান্তি বড়–য়ার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহের ময়নাতদন্তের শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.