ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ ইটভাটার দুই মালিকের ১০ দিনের কারাদণ্ড


ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ফসলি জমির পাশে লাইসেন্সবিহীন একটি ইটভাটা বন্ধ করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি, ইটভাটার দুই মালিককে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।  


মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে কালিকচ্ছ ইউনিয়নের জিসান ব্রিকস নামক ইটভাটায় এ অভিযান চালানো হয়।  


অভিযান পরিচালনার সময় সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসেন জানান, ইটভাটাটি নদীর তীর দখল করে ৩০ ফুট জায়গা ব্যবহার করছিল। ভাটাটি লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র ছাড়াই পরিচালিত হচ্ছিল।  


তিনি আরও জানান, আইনের ২০ ধারায় ইটভাটার সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করা হয়। এরপর ভাটার চিমনি ও কুণ্ডলী ভেঙে ফেলা হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধ কার্যক্রম পরিচালনার দায়ে ভাটার দুই মালিককে ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।  


উপজেলা প্রশাসনের এ ধরনের পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। 


Post a Comment

Please do not enter any spam link in the comment box.

নবীনতর পূর্বতন