চট্টগ্রামে এক আইনজীবীকে হত্যার ঘটনায় গভীর শোক ও নিন্দা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি এ হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।
প্রধান উপদেষ্টা দেশবাসীর প্রতি ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেছেন, কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়ানো থেকে বিরত থাকতে হবে। তিনি বন্দরনগরী চট্টগ্রামসহ দেশের সব ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন।
ড. ইউনূস বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অঙ্গীকারবদ্ধ। যেকোনো মূল্যে শান্তি বজায় রাখতে তারা বদ্ধপরিকর।
মঙ্গলবার, চট্টগ্রামে সংঘর্ষের সময় সাইফুল ইসলাম ওরফে আলিফ (৩৫) নামে এক আইনজীবী নিহত হন। তিনি সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) হিসেবে কর্মরত ছিলেন। সংঘর্ষটি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে আইনজীবী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে হয়।
এই মর্মান্তিক ঘটনায় স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Source: Prothom Alo
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.