বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন এবং ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে কলকাতার রাস্তায় বিশাল মিছিল করেছে হিন্দু সংগঠনগুলো। হিন্দু জাগরণ মঞ্চের ডাকে আয়োজিত এই মিছিলে অংশ নেয় বিভিন্ন হিন্দু সংগঠন এবং মঠ ও মিশনের সন্ন্যাসীরা।
মিছিলটি শুরু হয় শিয়ালদা থেকে এবং আচার্য জগদীশচন্দ্র বসু রোড ধরে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে গিয়ে শেষ হয়। মিছিল থেকে বারবার উচ্চারিত হয় হিন্দু নির্যাতন বন্ধের এবং চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে স্লোগান।
বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের প্রতিবাদে এবং তাঁর মুক্তির দাবিতে বৃহস্পতিবার এই মিছিলের আয়োজন করা হয়। দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চল থেকে প্রচুর মানুষ মিছিলে যোগ দেন। মিছিলে অংশ নেন বিজেপির সাংসদ, বিধায়ক এবং দলের নেতা-কর্মীরা।
মিছিলে নেতৃত্ব দেন হিন্দু মঠ ও মিশনের সন্ন্যাসীরা। শুরুর থেকেই মিছিলে ‘হিন্দু নির্যাতন বন্ধ করো’ এবং ‘চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চাই’ স্লোগানে মুখরিত হয়। আয়োজকদের বক্তব্য, বাংলাদেশে সরকার পরিচালিত হিন্দু নির্যাতন অবিলম্বে বন্ধ করা না হলে পশ্চিমবঙ্গের হিন্দুরা আরও বৃহত্তর আন্দোলনে নামবে।
মিছিলটি রোধ করার জন্য বেগবাগান মোড়ে বিশাল ব্যারিকেড তৈরি করে কলকাতা পুলিশ। মিছিলে নিয়ন্ত্রণ বজায় রাখতে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ।
Source: msn
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.