ব্রাহ্মণবাড়িয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা: যানজট নিরসনে দুটি সড়ক ওয়ানওয়ে করার প্রস্তাব
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সিফাত মোঃ ইশতিয়াক ভূঁইয়া।
সভায় বক্তব্য রাখেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাফফর হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, ইউপি চেয়ারম্যান কামরুল হাসান, মনিরুল ইসলাম, আতিকুর রহমান এবং আবদুল হাকিম মোল্লা।
যানজট নিরসনের জন্য প্রস্তাব
বক্তারা শহরের যানজট নিরসনে পুরাতন কোর্ট রোড এবং মসজিদ রোডকে ওয়ানওয়ে করার দাবি জানান। এছাড়া, দিনের বেলায় শহরে পণ্যবাহী ট্রাক প্রবেশ বন্ধ করার এবং ছাতিপট্টি থেকে আনন্দ বাজার নৌকাঘাট পর্যন্ত নিউ মার্কেটের পেছনের রাস্তায় অবস্থিত কসাইখানা সরিয়ে ফেলার দাবি তোলা হয়।
মাদক ব্যবসা এবং নিরাপত্তা প্রসঙ্গে আলোচনা
সভায় মজলিশপুর ইউনিয়নের আমীরপাড়া আশ্রয়ণ প্রকল্প এলাকা এবং তালশহর পূর্ব ইউনিয়নে মাদকের অবাধ ব্যবসা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রস্তাব দেওয়া হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে সদর উপজেলার বুধল ইউনিয়ন এবং সুলতানপুর ইউনিয়নে দুটি নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনেরও দাবি জানানো হয়।
হাসপাতালের দালাল চক্র বন্ধের আহ্বান
বক্তারা ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধ করার আহ্বান জানান।
অংশগ্রহণকারীরা
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুক্তা গোস্বামী, প্রশাসনিক কর্মকর্তা ইসমাইল হোসেনসহ সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
উপস্থিত সকলেই শহরের যানজট নিরসন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ঐকমত্য পোষণ করেন।
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.