দেশের সবকিছু সংস্কারের দায়িত্ব অন্তর্বর্তী সরকারকে দেয়া হয়নি: সেলিম ভূঁইয়া


তিতাস ট্রিবিউন রিপোর্ট: দেশের সবকিছু সংস্কারের দায়িত্ব অন্তর্বর্তী সরকারকে দেয়া হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।  


অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, "বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বিএনপি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছে। একটি বড় রাজনৈতিক দল হিসেবে দেশের স্বার্থ রক্ষা করা বিএনপির দায়িত্ব। এজন্য আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করছি। দেশের মানুষ এখন একটি অবাধ নির্বাচনের অপেক্ষায় রয়েছে। নির্বাচন নিয়ে আর দেরি করার সুযোগ নেই। শেখ হাসিনার ষড়যন্ত্রমূলক অপচেষ্টা বিএনপি সফল হতে দেবে না। জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরাই দেশের প্রয়োজনীয় সংস্কার করবে।"  


তিনি আরো বলেন, "জুলাই মাসে ছাত্র-জনতার বিপ্লবের আড়ালে বিএনপির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ছাত্রদের আন্দোলন যখন নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছিল, তখন বিএনপি তাদের পাশে দাঁড়িয়ে পরিস্থিতি সামাল দেয়। ৫ আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পেছনেও বিএনপির ভূমিকা ছিল। সেদিন তিনি পালিয়ে না গেলে জনগণের রোষের মুখে পড়তে হতো।"  


বর্তমান সরকারের সমর্থকরা বিএনপিকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে উল্লেখ করে তিনি বলেন, "বিএনপি জনগণের দল। এখানে হাইব্রিডদের কোনো স্থান নেই।"  


আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রি কলেজে আয়োজিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন আব্দুর। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য কবির আহমেদ ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মুস্তাক মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান ও সদস্য সচিব সিরাজুল ইসলাম।  


দীর্ঘ ১৫ বছর পর সম্মেলন আয়োজন হওয়ায় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল সহকারে সম্মেলনে যোগ দেন।  

Post a Comment

Please do not enter any spam link in the comment box.

নবীনতর পূর্বতন