দীর্ঘ ১৫ বছর পর ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার তিনলাখ পীর বাজার প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া। কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এম এ মান্নান এবং সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম।
সম্মেলনে বক্তারা গত ১৫ বছরের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তারা অভিযোগ করেন, গত ১৬ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা একটি অঘোষিত কারাগারে বন্দী অবস্থায় ছিলেন। বক্তারা বলেন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের নেতৃত্বে এলাকায় দমন-পীড়ন চালানো হয়, যার ফলে দীর্ঘদিন ধরে সম্মেলন আয়োজন সম্ভব হয়নি।
তারা আরো বলেন, আনিসুল হকের অত্যাচার ও নিপীড়ন থেকে মুক্ত হয়ে আজকের সম্মেলন সফল হওয়ায় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্মেলনে উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এই জাঁকজমকপূর্ণ আয়োজনটি বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.