পুতিন বাশার আল-আসাদের রাজনৈতিক আশ্রয় অনুমোদন করেছেন: ক্রেমলিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মস্কোতে রাজনৈতিক আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার ক্রেমলিন এই তথ্য নিশ্চিত করেছে। বিদ্রোহীদের হাতে সিরিয়ার রাজধানী দামেস্কের পতনের পর বাশার ও তাঁর পরিবার রাশিয়ায় পৌঁছেছেন বলে বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে। তবে তিনি মস্কোতে কোথায় অবস্থান করছেন, তা নিশ্চিত করেনি ক্রেমলিন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, পুতিনের দিনের কর্মসূচিতে বাশারের সঙ্গে কোনো বৈঠকের পরিকল্পনা ছিল না। তিনি বলেন, "আসাদের অবস্থান সম্পর্কে বিস্তারিত কিছু বলার নেই।"
এর আগে, এএফপি জানায়, আসাদ রাশিয়ায় রয়েছেন কিনা—এ বিষয়ে নিশ্চিত করতে ক্রেমলিন শুরুতে এড়িয়ে যায়। তবে ক্রেমলিন পরে নিশ্চিত করে যে, প্রেসিডেন্ট পুতিনের অনুমতি ছাড়া এমন কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।
রাশিয়ার জ্যেষ্ঠ কূটনীতিক মিখাইল উলিয়ানভ জানান, আসাদ ও তাঁর পরিবার মস্কোতে অবস্থান করছেন। তিনি বলেন, "রাশিয়া তার মিত্রদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং কখনো তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে না।"
রাশিয়ার বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, মানবিক বিবেচনায় বাশার ও তাঁর পরিবারকে আশ্রয় দেওয়া হয়েছে। সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনার পর বাশার পদত্যাগ করতে সম্মত হন এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের নির্দেশ দেন।
রোববার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) সরকারবিরোধী অন্য গোষ্ঠীগুলোকে সঙ্গে নিয়ে দামেস্কের নিয়ন্ত্রণ নেয়। মাত্র ১২ দিনের অভিযানে তারা বাশার সরকারের পতন ঘটায়।
সিরিয়ায় রাশিয়ার কৌশলগত গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে। ২০১৫ সাল থেকে রাশিয়া বাশার সরকারের পক্ষে বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে। তবে এখন এই ঘাঁটিগুলোর ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে নতুন সরকার ও পরিস্থিতির আলোকে। পেসকভ জানান, "এখনও এই বিষয়ে কিছু বলার সময় হয়নি।"
সামরিক ঘাঁটিগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়া সম্ভাব্য সব পদক্ষেপ নিচ্ছে বলে জানান তিনি।
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.