সরাইলে সরকারি জায়গায় অবৈধ ২০ দোকান উচ্ছেদ




ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সরকারি জায়গা দখল করে নির্মিত ২০টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে এ অভিযান পরিচালনা করেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইন।


সরাইলের ইউএনও মো. মোশারফ হোসাইন জানান, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে ১০ শতক সরকারি খাস জমি দীর্ঘদিন ধরে দখল করে একটি প্রভাবশালী মহল ২০টি দোকান নির্মাণ করে ব্যবসা চালিয়ে আসছিল। জনস্বার্থে এ অবৈধ দখল উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানে সব দোকান ভেঙে দেওয়া হয়েছে।


ইউএনও আরও বলেন, “সরকারি জায়গা দখল করে কোনো ধরনের স্থাপনা নির্মাণের সুযোগ নেই। এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।


অভিযানকালে সরাইল সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনীরা কায়ছান, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার এবং সরাইল থানার পুলিশ উপস্থিত ছিলেন। 


সরকারি জায়গায় অবৈধ দখলমুক্ত রাখতে প্রশাসনের এমন কার্যক্রম স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

Post a Comment

Please do not enter any spam link in the comment box.

নবীনতর পূর্বতন