ব্রাহ্মণবাড়িয়ায় বেগম রোকেয়া দিবস পালিত ও জয়িতা সংবর্ধনা অনুষ্ঠিত
তিতাস ট্রিবিউন রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বেগম রোকেয়া দিবস ও জয়িতা সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. দিদারুল আলম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল মতিন এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিরূপা ভৌমিক।
অনুষ্ঠানে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী, সফল জননী নারী এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারীদের মধ্যে থেকে চার জনকে সংবর্ধনা প্রদান করা হয়।
এতে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা বেগম রোকেয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে কাজ করার আহ্বান জানান।
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.