সংস্কার থেকে নির্বাচন, সবটাই সম্পন্ন করব: উপদেষ্টা ফারুক-ই-আজম
ব্রাহ্মণবাড়িয়া: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, “আমরা সংস্কার থেকে নির্বাচন, সবটাই সম্পন্ন করব। এটাই আমাদের দৃঢ় প্রতিজ্ঞা। সংস্কারের বিষয়ে কমিশন রিপোর্ট দিলে তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবে সরকার।”
রোববার (১ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কোল্লাপাথর শহীদ সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা আরও বলেন, “যাঁরা মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধা হিসেবে তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন, তাঁরা জাতির সঙ্গে প্রতারণা করেছেন। এসব প্রতারকদের চিহ্নিত করা আমাদের সবার দায়িত্ব।”
এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত জাহান, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন, এবং কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ শাহরিয়ারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
কোল্লাপাথর শহীদ সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদনের সময় উপদেষ্টা ফারুক-ই-আজম মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সরকারের দৃঢ় প্রত্যয়ের কথা পুনর্ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন এবং এ বিষয়ে কোনো প্রকার অনিয়ম হলে তা কঠোরভাবে প্রতিহত করার অঙ্গীকার করেন।
প্রতিবেদক: তিতাস ট্রিবিউন
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.