ব্রাহ্মণবাড়িয়ায় ৬ ছিনতাইকারী গ্রেপ্তার, লুট হওয়া টাকা ও মোবাইল উদ্ধার
তিতাস ট্রিবিউন রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার সন্ধ্যায় শহরের মৌলভীপাড়া চক্ষু হাসপাতালের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে মৌলভীপাড়ার একটি বহুতল ভবনের ১১ তলার একটি বাসা থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন ও নগদ ৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের পরিচয়:
গ্রেপ্তার হওয়া ছয়জন হলেন শরীফ আহমেদ ওরফে শরীফ (১৭), সাইমুন (১৭), ছাজিম হোসেন (১৭), আমির হামজা ওরফে আলফি (১৭), মাহিদুল ইসলাম ওরফে সিহাব (১৭), এবং মো. রায়হান (১৭)।
ঘটনার বিবরণ:
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় শহরের কাউতলী এলাকার বাসিন্দা সজিবুর রহমান গাজিকে মৌলভীপাড়া চক্ষু হাসপাতালের সামনে ছিনতাইকারীরা ছোড়ার ভয় দেখিয়ে জিম্মি করে। এরপর তাকে পাশের একটি জেনারেটর রুমে নিয়ে গিয়ে তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও বিকাশে ১০ হাজার টাকা নিয়ে নেয়। লুটপাটের পর তাকে ছেড়ে দেয় ছিনতাইকারীরা।
অভিযান ও উদ্ধার:
ভুক্তভোগী সজিবুর রহমান গাজি বিষয়টি পুলিশকে জানালে তারা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন ও ৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশের বক্তব্য:
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃতরা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.