ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্ত এলাকাগুলোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬০ ব্যাটালিয়নের অভিযানে গত তিন দিনে প্রায় এক কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
গত ২৮ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, কসবা এবং কুমিল্লার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়। রোববার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এ এম জাবের বিন জব্বার এ তথ্য জানান।
অভিযানে কর্ণেল বাজার, মাদলা, মঈনপুর, বড়জ¦লা, খাড়েরা, শংকুচাইল, শশীদলসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে—১৬৭০ পিস মেহেদী, ১০৩৪ বোতল অলিভ অয়েল, এক লাখ ৩১ হাজার ৭২০ পিস পটকা, ১৩৫০ কেজি চাল, ১৩ হাজার ৯৫ কেজি চিনি, ১২৫ কেজি রসুন, ১২৮ কেজি কফি, ২৮ বোতল হুইস্কি এবং ১৮ কেজি গাঁজা।
জব্দ করা পণ্যের মোট মূল্য ধরা হয়েছে ৯৯ লাখ ৫৩ হাজার ১৯০ টাকা। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এসব পণ্যের বেশিরভাগই ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা অফিসে জমা দেওয়া হয়েছে।
বিজিবির এই অভিযান সীমান্তে চোরাচালান বন্ধে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.