ব্রাহ্মণবাড়িয়ায় ছেলের নির্যাতনে বাড়িছাড়া বৃদ্ধ বাবা-মা

ব্রাহ্মণবাড়িয়ায় ছেলের নির্যাতনে বাড়িছাড়া বৃদ্ধ বাবা-মা



ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার কোড্ডা গ্রামে পিতামাতার ওপর নির্যাতন চালিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে রাশেদ মিয়া (৪৮)-এর বিরুদ্ধে। অভিযুক্ত রাশেদ তাঁর বৃদ্ধ বাবা হোসেন মিয়া (৭৫) ও মা আয়েশা বেগমকে (৭০) মারধর করে ঘর থেকে বের করে দেন। বর্তমানে তাঁরা অন্যত্র আশ্রয় নিয়ে দিন কাটাচ্ছেন, আর তাঁদের বসতঘর তালাবদ্ধ অবস্থায় রাশেদের দখলে রয়েছে।


বৃদ্ধ মা আয়েশা বেগম গত ১ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, রাশেদ জোর করে সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেন এবং তা নেশা ও জুয়া খেলে নষ্ট করেন। টাকার জন্য তাঁদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। এমনকি বিদেশ থেকে পাঠানো দুই লাখ টাকা আদায়ের জন্য তাঁকে মারধর করা হয়।


অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ৩০ সেপ্টেম্বর রাশেদ গ্রেপ্তার হন এবং জেলে যান। পরদিন রাশেদের স্ত্রীর ভাইসহ কয়েকজন বৃদ্ধ দম্পতিকে আবারও মারধর করে ঘর থেকে বের করে দেয়। এরপর তাঁদের ঘরে তালা ঝুলিয়ে দেওয়া হয়। ভয়ে প্রাণনাশের আশঙ্কায় বৃদ্ধ দম্পতি সেই দিন থেকে বাড়ি ছেড়ে পালিয়ে থাকতে বাধ্য হন।


রাশেদের স্ত্রী রোকসানা বেগম দাবি করেন, সম্পত্তি মূলত তাঁর স্বামীর, তবে দলিল পিতামাতার নামে ছিল। তিনি অভিযোগ করেন, চুরি করে অন্য ছেলেদের নামে দলিল করা হয়েছে। তবে এলাকাবাসী ও মাতবররা জানান, সম্পত্তি নিয়ে বিরোধ ও পারিবারিক দ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটেছে।


স্থানীয় মাতবররা বিষয়টি মিটমাট করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। বরং তাঁদের বিরুদ্ধে রাশেদের পক্ষ নেওয়ার অভিযোগ উঠেছে। এতে পরিবারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব আরও প্রকট হয়ে উঠেছে।


সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, এই ঘটনা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।


পরিবারে সম্পত্তি নিয়ে বিরোধ এবং সহিংসতার এমন ঘটনা পারিবারিক সম্পর্কের অবনতি ও সামাজিক সমস্যার গভীরতাকে তুলে ধরছে।



Post a Comment

Please do not enter any spam link in the comment box.

নবীনতর পূর্বতন