তিন বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় | Brahmanbaria News



তিন বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায়

ব্রাহ্মণবাড়িয়ায় তিনটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, ফেনসিডিল ও অস্ত্রসহ সন্ত্রাসী লায়ন শাকিল (৩৪) কে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার রাত ১১টার দিকে শহরের কান্দিপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।


গ্রেফতারকৃত শাকিল, যিনি এলাকায় লায়ন শাকিল নামে পরিচিত, শহরের কান্দিপাড়া মাদ্রাসা রোডের বাসিন্দা দুলাল মিয়ার ছেলে।


র‌্যাব-৯ এর সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে শাকিলকে আটক করে। তার কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি রামদা, তিন বোতল ফেনসিডিল এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।


র‌্যাবের তথ্য মতে, লায়ন শাকিল একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একাধিক মামলা রয়েছে।


Post a Comment

Please do not enter any spam link in the comment box.

নবীনতর পূর্বতন