মহান বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকেট অবমুক্ত | Chief Adviser GOB News | Titas Tribune News

ছবি: সিএ প্রেস উইং


মহান বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকেট অবমুক্ত  

ঢাকা, ১৫ ডিসেম্বর ২০২৪:  

মহান বিজয় দিবস উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকেট অবমুক্ত করেছেন। একই সঙ্গে ১০ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ডও অবমুক্ত করা হয়।  


রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই স্মারক ডাকটিকেটের আনুষ্ঠানিক উন্মোচন করেন প্রধান উপদেষ্টা।  


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এস.এম. শাহাবুদ্দিন।  


অনুষ্ঠানের সময় ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা মো. নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টাকে একটি স্মারক ডাক বাক্স এবং ‘ন্যাচারাল বিউটি অ্যান্ড ওয়াইল্ড লাইফ’ শীর্ষক একটি বই উপহার দেন।  


স্মারক ডাকটিকেটটি দেশের মহান বিজয় দিবসের গুরুত্ব এবং ঐতিহাসিক তাৎপর্যকে তুলে ধরে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা জাতীয় ইতিহাস এবং ডাকটিকেটের মাধ্যমে তা সংরক্ষণের গুরুত্বের ওপর বক্তব্য দেন।  



Post a Comment

Please do not enter any spam link in the comment box.

নবীনতর পূর্বতন