বিজিবির অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় ৭০ লাখ টাকার মাদক ও অবৈধ মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৪ | Brahmanbaria News | Titas Tribune News

বিজিবির অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় ৭০ লাখ টাকার মাদক ও অবৈধ মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৪



তিতাস ট্রিবিউন রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) গত চার দিনের অভিযানে ৭০ লাখ ২২ হাজার ৫০০ টাকার মাদক ও বিভিন্ন অবৈধ মালামাল উদ্ধার করেছে। অভিযানে ৪ জন মাদক চোরাকারবারীকেও গ্রেপ্তার করা হয়েছে।

গত ২৯ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লার সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালিত হয়। সুলতানপুর ব্যাটালিয়নের অধীনস্থ শংকুচাইল, শশীদল, সালদানদী, খারেরা ও বড়জ্বালা (কুমিল্লা জেলা) এবং আখাউড়া, কসবা চণ্ডিদার ও মাদলা (ব্রাহ্মণবাড়িয়া জেলা) বিওপিতে অভিযান চালানো হয়।

সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি, এসসি গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে:

  • কসমেটিকস: ৮৭ পিস
  • গরু: ৬টি
  • মোটরসাইকেল: ১টি
  • অটোরিকশা: ১টি
  • চকলেট: ১৮৬০ পিস
  • বডি লোশন: ৫১৬ পিস
  • বাসমতি চাল: ৪০৫ কেজি
  • চিনি: ১৫,২০৫ কেজি
  • চুলের জেল: ১২৪৩ পিস
  • চুলের তেল: ২৩২ পিস
  • নেহা মেহেদী: ৪৩২০ পিস
  • ফুচকা: ৮৫ প্যাকেট
  • বাঁজি (মজাদার খাবার): ২২,২৭২ পিস
  • রসুন (বাংলাদেশি): ২৩৪ কেজি
  • রেড বুল ড্রিংক: ৮৬ পিস
  • বিয়ার: ৮০ বোতল
  • মাথার চুল: ১৮ কেজি
  • গাঁজা: ৮৩.৫ কেজি
  • ইস্কাফ সিরাপ: ২৬ বোতল
  • ফেন্সিডিল: ৪৬ বোতল
  • হুইস্কি: ২১৬ বোতল
  • ইয়াবা ট্যাবলেট: ১২০০ পিস

অভিযানে গ্রেপ্তার হওয়া মাদক চোরাকারবারীদের মধ্যে রয়েছেন:

  • মো. ইকরাম হোসেন (১৯)
  • মো. ছাব্বির মিয়া (১৯)
  • মো. সাকিল খান (২৪)
  • মো. সুমন মিয়া (২২)

বিজিবি জানায়, সীমান্ত এলাকা সুরক্ষিত রাখতে এবং মাদক চোরাচালান রোধে এ ধরনের অভিযান নিয়মিত চালিয়ে যাওয়া হবে।

Post a Comment

Please do not enter any spam link in the comment box.

নবীনতর পূর্বতন