Mentally Ill Woman Rescued from 50-Foot Bamboo Grove After Emergency Call to 999

Mentally Ill Woman Rescued from 50-Foot Bamboo Grove After Emergency Call to 999


Haluaghat, Mymensingh – 11 January 2025: A mentally ill young woman was rescued from a precarious position atop a 50-foot bamboo grove in Biladoura village of Haluaghat, Mymensingh, following an emergency call to Bangladesh’s National Emergency Service, 999.

The incident was reported on Saturday afternoon when a concerned caller informed 999 about the woman’s dangerous position. According to the caller, the bamboo grove was swaying in the wind, posing a serious risk of the woman falling and causing a potentially fatal accident. The call was received by Constable Mary Sultana, a 999 call taker.


Responding swiftly, members of the Haluaghat Fire Service rushed to the scene. After careful efforts, they safely brought the young woman down from the grove and handed her over to her family.


Speaking about the rescue operation, Haluaghat Fire Service Station’s Leading Officer, Kamruzzaman, confirmed the successful recovery to 999 authorities.


The quick response and coordination between 999 and the fire service underscore the importance of the emergency helpline in ensuring public safety and saving lives in critical situations.

বাঁশঝাড়ের ৫০ ফিট উঁচুতে আটকে পড়া মানসিক ভারসাম্যহীন তরুণীকে উদ্ধার, ৯৯৯ নম্বরে ফোনে তৎপরতা


হালুয়াঘাট, ময়মনসিংহ – ১১ জানুয়ারি ২০২৫: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিলডোরা গ্রামে বাঁশঝাড়ের প্রায় ৫০ ফিট উঁচুতে আটকে পড়া এক মানসিক ভারসাম্যহীন তরুণীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে এক কলারের ফোনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।


কলার জানান, তরুণীটি বাঁশঝাড়ের মাথায় উঠে পড়েছেন এবং বাতাসে বাঁশঝাড় দুলতে থাকায় যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কনস্টেবল মেরী সুলতানা।


৯৯৯ থেকে তথ্য পেয়ে হালুয়াঘাট ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাদের তৎপরতায় তরুণীটিকে নিরাপদে নামিয়ে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


হালুয়াঘাট ফায়ার সার্ভিস স্টেশনের লিডিং অফিসার জনাব কামরুজ্জামান এ বিষয়ে ৯৯৯-কে নিশ্চিত করেছেন।


এ উদ্ধার অভিযান আবারও প্রমাণ করে যে, জাতীয় জরুরি সেবা ৯৯৯ দেশের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ জীবন রক্ষাকারী সেবা হিসেবে কাজ করছে।


Post a Comment

Please do not enter any spam link in the comment box.

নবীনতর পূর্বতন