ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা | Brahmanbaria Sadar Model Thana
Field | Description |
Business/Organization Name | ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা | Brahmanbaria Sadar Model Thana |
Category | Government/Law Enforcement Office |
Address | খালপাড়, ফকিরাপুলের পূর্ব পার্শ্বে, থানাপাড়া, ওয়ার্ড নং-০৪, পৌরসভা, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়া। |
Contact Information | Mobile: 01320114981 , 01320114982, 01320114986 E-mail: brahmanbariamodelthana@yahoo.com |
Operating Hours | 24/7 |
Services/Products Offered | টহল, ব্রাহ্মণবাড়িয়া জেলার কেপিআই সমূহ, ভিআইপি/ভিভিআইপি, চেকপোস্ট, অপরাধ তদন্ত, মামলা কার্যক্রম, জিডির কার্যক্রম, কমিউনিটি পুলিশিং কার্যক্রম, সিপিও, ট্রাফিক ব্যবস্থাপনা, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ইত্যাদি। |
Website/Social Media Links | https://brahmanbaria.police.gov.bd/content/145.html |
Owner/Manager Name/Head of the Office | মোঃ আসলাম হোসেন, বিপি-৭১৯৭০২৮২৮৮, অফিসার ইনচার্জ, ব্রাহ্মনবাড়িয়া সদর থানা, ব্রাহ্মণবাড়িয়া জেলা।
|
Year Established | Unknown |
Additional Notes | ফৌজদারী কার্যবিধির ১৫৪ ধারা অনুসারে ধর্তব্য অপরাধের খবর থানায় অফিসার ইনচার্জ এর নিকট এলে মামলা রুজু করতে হয়৷ অপরাধের খবর পুলিশ নিজেও সংগ্রহ করতে পারে৷ কিংবা কারো দরখাস্তের ভিত্তিতে বা মৌখিক তথ্যের ভিত্তিতে থানায় মামলা রুজু করা হয়৷ ফৌজদারী ধর্তব্য মামলা রুজুর পর থানার অফিসার ইনচার্জ নিজে কিংবা অন্য অফিসারদের মাধ্যমে (সাবইন্সপেক্টর এর নিচে নয়) তা তদন্ত করাতে পারেন৷
কোন ফৌজদারী ধর্তব্য অপরাধের ক্ষেত্রে সরাসরি থানায় কিংবা সংশ্লিষ্ট আদালত কিংবা ট্রাইবু্নালে অভিযোগ করা যায়৷ থানায় রুজুকৃত মামলার তদন্ত থানায় অফিসার গণ কিংবা পুলিশ সুপারের নির্দেশে জেলার গোয়েন্দা শাখা কর্তৃক করানো হয়৷ আদালতে অভিযোগ করা হলে তা আদালত সরাসরি আমলে নিতে পারেন কিংবা থানার অফিসার ই্ন-চার্জের মাধ্যমে তার তদন্ত করাতে পারেন৷
কোন ধর্তব্য ফৌজদারী অপরাধের সংবাদ যে কেউ থানায় দিতে পারে৷ এই সংবাদ মৌখিকভাবে কিংবা লিখিতভাবে দেয়া যায়৷ মৌখিক সংবাদ দিলে তা থানায় অফিসার ইনচার্জ লিখে নিবেন৷ পরে সংবাদ দাতাকে তা পড়ে শোনাতে হবে এবং সংবাদ দাতা তাতে সই করবেন৷ টেলিফোন বা ই-মেইলের মাধ্যমে থানায় মামলা রুজু করা যায় না৷ |
Powered by Brahmanbaria Directory Listing (BDL) & Mozammel Hoque Chowdhury (Abir)
Brahmanbaria Directory Listing" is a comprehensive project initiated on 20/06/2024, aiming to catalog every shop, hotel, restaurant, school, college, mosque, madrasa, hospital, government and non-government organizations, NGOs, banks, insurance companies, garages, markets, fashion shops, and fish markets in Brahmanbaria Poroshova, Sadar, Brahmanbaria-3400, Chittagong, Bangladesh. This directory serves as a valuable resource for residents and visitors, providing easy access to detailed information about the various services and facilities in the area.
Disclaimer:
The information provided in the Brahmanbaria Directory Listing is collected from various sources and may contain inaccuracies or missing details. We do not assume any responsibility for the completeness or accuracy of the information. Users are advised to verify details independently before making any decisions based on the directory.
https://www.titastribune.com/2024/06/brahmanbaria-sadar-model-thana.html
ردحذفإرسال تعليق
Please do not enter any spam link in the comment box.