তিতাস ট্রিবিউন রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাছরিন এবং সঞ্চালনায় ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রবিউস সারোয়ার।
সভায় বক্তব্য রাখেন নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ মো. রমজান আলী, সেনাবাহিনীর প্রতিনিধি মো. খলিলুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অভিজিৎ রায়, মৎস্য কর্মকর্তা ফাহিম আরফিন, থানার পরিদর্শক (তদন্ত) মো. হাসান জামিল খান, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী আমজাদ হোসেন, সমাজসেবা কর্মকর্তা রাখেশ পাল, বিএনপির উপজেলা সভাপতি এম. এ. হান্নান ও সাধারণ সম্পাদক বসির উদ্দিন তুহিন।
এছাড়া বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান ইকবাল চৌধুরী, পুতুল রানী দাস, সৈয়দ মোহাম্মদ শাহিন, অ্যাডভোকেট নাছির উদ্দিন ভূঁইয়া, সফিকুল ইসলাম, জামায়াতে ইসলামীর আমীর মো. ছায়েদ আলী, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবদুস সাত্তার, ইমাম সমিতির সভাপতি মুফতি মুখলেছুর রহমান, প্রেসক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আকতার হোসেন ভূঁইয়া।
এছাড়া পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অনাথবন্ধু দাস, ফান্দাউক গোপীনাথ জিউ মন্দির (ইসকন) প্রতিনিধি গৌর চরণ দাসসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা উপজেলায় আইন-শৃঙ্খলা রক্ষায় মাদক, জুয়া, চুরি ও ডাকাতি বন্ধসহ বিভিন্ন অপরাধ দমন এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
إرسال تعليق
Please do not enter any spam link in the comment box.