বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এডহক কমিটি গঠনের নির্দেশ: ছয় মাসের মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে হবে।

   


কুমিল্লা, ২৮ নভেম্বর ২০২৪

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা, আজ একটি বিজ্ঞপ্তি জারি করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদ গঠন ও সভাপতি পদে দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেছে। বোর্ডের স্মারক নম্বর কপ/সাধারণ-২/১৩৭২ অনুযায়ী, প্রবিধানমালা ২০২৪-এর প্রবিধি ৬৪ এর আওতায় এডহক কমিটি গঠন করে আগামী ছয় মাসের মধ্যে নিয়মিত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।  


এডহক কমিটি গঠনের প্রক্রিয়া: 

বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিটি প্রতিষ্ঠানে ৪ (চার) সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করতে হবে। কমিটির কাঠামো নিম্নরূপ:  


১. সভাপতি:  

   - মহানগর এলাকায় বিভাগীয় কমিশনার বা তাঁর মনোনীত প্রতিনিধি।  

   - জেলা পর্যায়ে জেলা প্রশাসক বা তাঁর মনোনীত প্রতিনিধি।  

   - উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বা তাঁর মনোনীত প্রতিনিধি।  


২. শিক্ষক প্রতিনিধি:  

   - জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের একজন শিক্ষক।  


৩. অভিভাবক প্রতিনিধি:

   - জেলা সদরের ক্ষেত্রে জেলা প্রশাসক কর্তৃক মনোনীত একজন অভিভাবক।  

   - উপজেলার ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত একজন অভিভাবক।  


৪. সদস্য সচিব:

   - শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (পদাধিকারবলে)।  


নিয়মিত কমিটি গঠনের সময়সীমা:

এই এডহক কমিটি গঠনের মাধ্যমে আগামী ছয় মাসের মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে হবে। উল্লেখ্য, বিদ্যমান পরিচালনা কমিটির ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। তবে বোর্ডের প্রবিধানমালা ২০২৪ এর প্রবিধি ৬৩ অনুযায়ী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই নির্দেশনার আওতাভুক্ত নয়।  


সভাপতির যোগ্যতা: 

বোর্ডের নির্দেশনায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাশ হতে হবে।  


উল্লেখযোগ্য প্রেক্ষাপট:  

শিক্ষা মন্ত্রণালয়ের ২৪ নভেম্বর, ১৮ নভেম্বর, এবং ২০ আগস্ট ২০২৪ তারিখের স্মারকগুলোর আলোকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।  


শিক্ষা বোর্ডের বক্তব্য:

বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ জহিরুল ইসলাম পাটোয়ারী বলেন, “এই উদ্যোগ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কার্যকর ও সুশাসন নিশ্চিত করবে। এডহক কমিটির মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে নিয়মিত কমিটি গঠন করা হবে, যা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”  


শিক্ষাক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষা বোর্ডের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল।  


সম্পূর্ণ নোটিশটি দেখতে এখানে ক্লিক করুন।


Post a Comment

Please do not enter any spam link in the comment box.

أحدث أقدم