বিজয় ধরে রাখতে ঐক্যের আহ্বান: সরাইলে রুমিন ফারহানা


ব্রাহ্মণবাড়িয়া, ২৯ নভেম্বর ২০২৪ (শুক্রবার):

বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে দলটির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা বলেছেন, “ষড়যন্ত্র বন্ধ হয়নি, বরং তা চলমান রয়েছে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি ঐক্য ধরে রাখতে না পারি, তবে এ বিজয় ধূলিসাৎ হয়ে যাবে। কিন্তু ঐক্যের মাধ্যমে ষড়যন্ত্রকারীরা বিএনপিকে পরাজিত করতে পারবে না।”


আজ বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অন্নদা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক কর্মী সমাবেশে এসব কথা বলেন তিনি। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা (কচি)।


উন্নয়ন ও দায়িত্ব পালনের অঙ্গীকার

সমাবেশে রুমিন ফারহানা বলেন, “আমার কোনো ব্যক্তিগত পরিবার নেই, তবে সরাইলের জনগণই আমার পরিবার। আপনাদের ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু সরাইলবাসীর দুর্দশা আমাকে ব্যথিত করে। আমি দেশের বিভিন্ন এলাকায় চকচকা রাস্তা দেখি, অথচ সরাইলের রাস্তাঘাটের একই অবস্থা রয়ে গেছে। এমপিরা আসেন, যান, কিন্তু সরাইলবাসীর ভাগ্যের পরিবর্তন হয় না। যদি আমাকে নির্বাচিত করেন, আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে আপনাদের সেবা করব।”


নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “আমাদের নেতা তারেক রহমান পরিষ্কারভাবে বলেছেন, এই অন্তর্বর্তী সরকার আমাদের সরকার। এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমরা চাই, এই সরকার সুষ্ঠু নির্বাচন আয়োজন করুক। কোনো ষড়যন্ত্র বা দুষ্কৃতকারী চক্র যেন মানুষের ঘাড়ে চেপে না বসে।”


কর্মীদের মধ্যে ঐক্যের সংকট

সমাবেশে সরাইল উপজেলা বিএনপির বিভিন্ন গ্রুপিংয়ের বিষয়টি উঠে আসে। বিএনপির একাধিক নেতা নাম প্রকাশ না করে জানান, দলীয় কোন্দলের কারণে কিছুদিন পরপর সংঘর্ষ হয়। তবে রুমিন ফারহানার নেতৃত্বে কর্মী-সমর্থকেরা ঐক্যবদ্ধ। একাধিক পক্ষ সমাবেশ বানচালের চেষ্টা করলেও তারা সফল হয়নি।


বক্তাদের মতামত

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক, ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ ইসমাইল হোসেন, আহ্বায়ক রিফাত বিন জিয়া, এবং পাকশিমুল ইউপির চেয়ারম্যান কাউছার হোসেন।


সমাবেশে দলীয় নেতা-কর্মীরা দুপুর থেকেই ট্রাক, পিকআপসহ বিভিন্ন যানবাহনে এসে অংশ নেন। তবে উপজেলা বিএনপির আংশিক কমিটির কোনো নেতাকে সেখানে দেখা যায়নি।


ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের জন্য প্রচার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই সরাইল-আশুগঞ্জ আসন থেকে প্রার্থী হওয়ার প্রচারণা চালাচ্ছেন রুমিন ফারহানা। তিনি মাঝেমধ্যেই এলাকায় গণসংযোগ ও সামাজিক অনুষ্ঠানে অংশ নেন। তবে তার এই কার্যক্রম উপজেলা বিএনপির একটি পক্ষ ভালোভাবে নেয়নি।


--তিতাস ট্রিবিউন


Post a Comment

Please do not enter any spam link in the comment box.

أحدث أقدم