তিতাস ট্রিবিউন রিপোর্ট:
চট্টগ্রামের অ্যাডভোকেট শহীদ সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে ইসকন নিষিদ্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম।
বৃহস্পতিবার দুপুরে জেলা হেফাজতে ইসলামের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে জেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীসহ তৌহিদি জনতা অংশ নেন। তারা পৌর মুক্ত মঞ্চে সমবেত হয়ে সেখান থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের মাদ্রাসা মোড়, টি.এ রোড, পাওয়ার হাউজ রোড মোড়, ফারুকী পার্ক রোডসহ প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কাউতলি মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি মুবারকুল্লাহ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমান।
এছাড়া বক্তব্য রাখেন জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মুফতি আলী আজম কাসেমী, সহ-সভাপতি মুফতি তানভীর হক সিরাজী এবং মুফতি বুরহান উদ্দিন কাসেমী।
বক্তারা বলেন, যারা বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা হবে। তারা সাইফুল ইসলাম হত্যার তীব্র নিন্দা জানিয়ে ইসকনের সঙ্গে জড়িত খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং ইসকনকে জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধ করার আহ্বান জানান।
إرسال تعليق
Please do not enter any spam link in the comment box.