ব্রাহ্মণবাড়িয়া কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত



ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা এবং সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উদ্যোগে লেকচার থিয়েটার (এল.টি) ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এ. জেড. এম আরিফ হোসেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির আহ্বায়ক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোশাররফ হোসাইন। সঞ্চালনায় ছিলেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মো. নাছির উদ্দিন।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আবু হানিফ এবং বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ’র পিতা মীর মোস্তাফিজুর রহমান বাবুল।


এছাড়া বক্তব্য প্রদান করেন অধ্যাপক মো. আবদুল কুদ্দুছ, অধ্যাপক আবদুল কাদির আলম শাহ, অধ্যাপক দিলারা আক্তার খান, সহযোগী অধ্যাপক এ. কে. এম. ওবাইদুল হক, সহযোগী অধ্যাপক মো. মাইদুল ইসলাম এবং শিক্ষার্থী নিশাত তাসনিম চৌধুরী, মো. আসাদুজ্জামান ও শাহ আলম পালোয়ান।


অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কালীন ব্রাহ্মণবাড়িয়া এবং রাজধানী ঢাকার বিভিন্ন ঘটনার উপর ভিত্তি করে প্রামাণ্য ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।


প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর এ. জেড. এম আরিফ হোসেন বলেন, “চাকরি এবং সমাজসহ বিভিন্ন ক্ষেত্রে যে বৈষম্য বিরাজ করছে, তা দূর করতে হবে। আমরা এমন একটি বৈষম্যহীন সমাজ চাই, যেখানে সবাই শান্তি ও স্বস্তিতে বসবাস করতে পারবে।”


Post a Comment

Please do not enter any spam link in the comment box.

أحدث أقدم