রাজনৈতিক দলের পদে থেকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদক পদে নির্বাচন করা যাবেনা।
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কোনো রাজনৈতিক সংগঠনের পদধারী ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। নির্বাচন করতে হলে প্রার্থীকে ৬ মাস আগে সংশ্লিষ্ট রাজনৈতিক সংগঠনের পদ থেকে পদত্যাগ করে পত্রিকায় তা ঘোষণা করতে হবে। নির্বাচনের পর পুনরায় ওই পদে ফিরে গেলে তা প্রতারণা হিসেবে গণ্য হবে এবং প্রেস ক্লাবের নির্বাচিত পদসহ সাধারণ সদস্য পদ বাতিল করা হবে।
গত শনিবার ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের গঠনতন্ত্র সংশোধন বিষয়ক বিশেষ সাধারণ সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
এছাড়া প্রেস ক্লাবের সদস্যরা সাংবাদিকতার অন্য কোনো সংগঠনের নেতৃত্বে থেকে সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদক পদে নির্বাচন করতে পারবেন না। এসব পদে নির্বাচন করতে হলে সংশ্লিষ্ট সংগঠনের পদ থেকে ৬ মাস আগে পদত্যাগ করতে হবে এবং পদত্যাগের প্রমাণ নির্বাচন পরিচালনা কমিটির কাছে জমা দিতে হবে। নির্বাচন পরবর্তী সময়ে পুনরায় সেই সংগঠনের পদে ফিরে গেলে সাধারণ সদস্য পদসহ নির্বাচিত পদ বাতিল করা হবে।
সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন এবং সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন ক্লাবের সদস্য মোঃ আরজু, খ.আ.ম. রশিদুল ইসলাম, সৈয়দ মিজানুর রেজা, মোঃ সাদেকুর রহমান, মনজুরুল আলম, আ.ফ.ম কাউছার এমরান, নিয়াজ মোঃ খান বিটু, আল-আমিন শাহীন, দীপক চৌধুরী বাপ্পী, আবদুন নূর, সৈয়দ মোঃ আকরাম, পিযুষ কান্তি আচার্য, এমদাদুল হক, জয়দুল হোসেন, মফিজুর রহমান লিমন, শিহাব উদ্দিন বিপু, মোঃ নজরুল ইসলাম শাহাজাদা, এইচ.এম. সিরাজ, মোঃ নজরুল ইসলাম ভুইয়া বিল্লাল ও উজ্জ্বল চক্রবর্তী।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ আশিকুল ইসলাম। সভায় গঠনতন্ত্রের খসড়া অনুমোদিত হয়।
সভায় প্রেস ক্লাবের সুনাম ও মর্যাদা অক্ষুণ্ণ রাখতে ঐক্যবদ্ধ থেকে কাজ করার এবং সকল অপশক্তিকে গঠনতান্ত্রিক উপায়ে মোকাবিলা করার আহ্বান জানানো হয়।
إرسال تعليق
Please do not enter any spam link in the comment box.