ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনের পাশে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গঙ্গাসাগর রেলস্টেশনের পাশে অজ্ঞাত পরিচয়ের এক নারীর লাশ পাওয়া গেছে। বুধবার (২৫ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।
আখাউড়া রেলওয়ে থানার ওসি খন্দকার জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়রা রেললাইনের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
মৃত নারীর বয়স আনুমানিক ৪৫ বছর বলে ধারণা করা হচ্ছে। তার পরিচয় এখনও জানা যায়নি। লাশটির পরিচয় শনাক্ত করতে পিবিআইকে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
إرسال تعليق
Please do not enter any spam link in the comment box.