ব্রাহ্মণবাড়িয়ায় ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৬



ব্রাহ্মণবাড়িয়ায় ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি ড্রাম ট্রাক, মাইক্রোবাস এবং পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আমতলী বাজারের বারগুড়িয়া এলাকায়।  


পুলিশ সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৫টার দিকে সিলেটগামী মাইক্রোবাস, পিকআপ ভ্যান এবং বিপরীত দিক থেকে আসা কুমিল্লাগামী বালু বোঝাই ড্রাম ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মাইক্রোবাসের যাত্রী হবিগঞ্জ জেলার মাধবপুর থানার রামপুর গ্রামের শিশু রাইসা (১১ মাস) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার দাঁতমন্ডল গ্রামের ফজিলাতুন্নেছা (৭৫)।  


আহতদের মধ্যে নাসিরনগরের হরিপুর গ্রামের পাভেল মিয়া (৩০) গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়। তবে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।  


আহতদের তালিকা: 

১. আবু হানিফ (৪০)  

২. রুনা আক্তার (৩৫)  

৩. সাফিয়া বেগম (৬০)  

৪. তানভির (১০)  

৫. আব্দুল হামিদ মাসুদ (৬০)  

৬. বিল্লাল হোসেন (৩০)  


আহতদের প্রাথমিক চিকিৎসা মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়া হয়। গুরুতর অবস্থায় কয়েকজনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।  


সরাইল খাটিহাটা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মারগুব তৌহিদ জানান, দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। সড়কে যান চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।  

Post a Comment

Please do not enter any spam link in the comment box.

أحدث أقدم