জেলা প্রশাসনের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ



জেলা প্রশাসনের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের উদ্যোগে অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।  


গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অবস্থানরত ছিন্নমূল ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন স্থানীয় সরকার বিভাগ, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ সাইফুল ইসলাম।  


কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সিফাত মোঃ ইশতিয়াক ভূঁইয়া, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ ইকরামুল হক নাহিদ এবং সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।  


এ বিষয়ে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, সাম্প্রতিক কয়েক দিনে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় অসহায় মানুষের দুর্ভোগ বেড়ে গেছে। এই অবস্থায়, জেলা প্রশাসকের নির্দেশে দাপ্তরিক কাজ শেষ করে রাতের বেলা ২০০ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। তিনি আরও জানান, পর্যায়ক্রমে সদর উপজেলার প্রতিটি অঞ্চলে শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হবে।  

  

Post a Comment

Please do not enter any spam link in the comment box.

أحدث أقدم