ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত
তিতাস ট্রিবিউন রিপোর্ট:
আজ ৮ ডিসেম্বর, ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে ব্রাহ্মণবাড়িয়া পাকিস্তানি হানাদার বাহিনীর দখল থেকে মুক্ত হয়। ঐতিহাসিক এই দিনটি নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে শহরের কাউতলীস্থ শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আয়োজিত আলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জেসমিন সুলতানা। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ খান লাভলু এবং গাজী মোহাম্মদ রতন মিয়া।
বক্তারা ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবসের তাৎপর্য এবং মুক্তিযুদ্ধের মহান বিজয়ের কথা স্মরণ করে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
১৯৭১ সালের ৮ ডিসেম্বর:
১৯৭১ সালের এই দিনে ব্রাহ্মণবাড়িয়া হানাদার মুক্ত হয়। মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ ভূমিকা এবং স্থানীয় জনগণের অব্যাহত প্রতিরোধের ফলে পাকিস্তানি হানাদার বাহিনী পিছু হটে। মুক্তিযুদ্ধের এ গৌরবময় অধ্যায়কে স্মরণ করে প্রতিবছর ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস পালিত হয়।
إرسال تعليق
Please do not enter any spam link in the comment box.