১০০ কেজি গাঁজাসহ ব্রাহ্মণবাড়িয়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।
তিতাস ট্রিবিউন রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযান চালিয়ে ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় মাদক বহনকারী একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ সুরুজ মিয়া (৩৮) ও মোঃ সানু মিয়া (৬০)। সুরুজ মিয়া কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার হোসেনপুর গ্রামের রহমত আলীর ছেলে এবং সানু মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কাইয়ুমপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
র্যাব-৯ এর সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে সদর উপজেলার খাটিহাতা বিশ্ব রোড এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ মোঃ সুরুজ মিয়াকে গ্রেপ্তার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
এরপর বৃহস্পতিবার ভোর আনুমানিক ৬টা ১০ মিনিটে কসবা উপজেলার কাইয়ুমপুর এলাকায় অভিযান চালিয়ে ৭০ কেজি গাঁজাসহ মোঃ সানু মিয়াকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
إرسال تعليق
Please do not enter any spam link in the comment box.