Photo: Bangladesh Army |
রুমা জোন কর্তৃক অবসরপ্রাপ্ত সেনাসদস্যকে মরণোত্তর সম্মাননা প্রদান ও সমাহিত করণ
বান্দরবান, ২১ ডিসেম্বর ২০২৪: আজ রুমা জোনে দায়িত্বরত ২৮ বীর কর্তৃক বম সম্প্রদায়ের অবসরপ্রাপ্ত সেনাসদস্য কর্পোরাল লালচেউ থাং বম-কে (পিতা: মৃত লাল দাও বম; সাং: আরথা পাড়া, ১নং পাইন্দু ইউপি, রুমা, বান্দরবান) বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়েছে।
রুমা বাজার সংলগ্ন লালঙাক পাড়া এলাকায় বিকাল ২টা ৫০ মিনিটে সেনাবাহিনীর একটি বিশেষ আয়োজনে তার মরদেহ যথাযথ সামরিক মর্যাদায় শ্রদ্ধার সঙ্গে সমাহিত করা হয়। কর্পোরাল লালচেউ থাং বম সেনাবাহিনীর আর্মি মেডিকেল কোরে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেছিলেন।
পরে বিকাল ৩টা ৩৫ মিনিটে মরদেহ বাজার সংলগ্ন জাইঅনপাড়াস্থ বম হোষ্টেলের পাশে দাফন করা হয়। এই সময় তার পরিবারের সদস্য এবং স্থানীয় জনগণের উপস্থিতি ছিল। সেনাবাহিনীর পক্ষ থেকে তার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়, যা তাদের প্রতি সেনাবাহিনীর সহমর্মিতার একটি অনন্য উদাহরণ হিসেবে চিহ্নিত হয়েছে।
সেনাবাহিনী সর্বদা অবসরপ্রাপ্ত সদস্যদের প্রতি তাদের কর্তব্য পালনে অঙ্গীকারবদ্ধ এবং কর্পোরাল লালচেউ থাং বম-এর প্রতি এই সম্মাননা তার প্রতি জাতির শ্রদ্ধা ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ।
إرسال تعليق
Please do not enter any spam link in the comment box.