ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সরাইলে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়ে বাজেয়াপ্ত

 


ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ‘মেসার্স জিসান ব্রিকস্’ নামে একটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে।


মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন এই অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে ফায়ার সার্ভিসের সহায়তায় ইটভাটার আগুন নিভিয়ে দেয়া হয় এবং পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় ব্লোয়ার মেশিন (হাওয়া মেশিন) নিষ্ক্রিয় করে দেয়া হয়।


উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন জানান, ‘মেসার্স জিসান ব্রিকস্’ ইটভাটাটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ইট উৎপাদন করে আসছিল। এর আগে গত ২৬ নভেম্বর একই ইটভাটায় অভিযান চালিয়ে চিমনি ভেঙে দেয়া হয় এবং দুই ব্যক্তিকে ১০ দিন করে কারাদণ্ড দেয়া হয়। তবে, তারা সরকারি নির্দেশ অমান্য করে গোপনে ইটভাটার কার্যক্রম চালু রাখার চেষ্টা করে।


তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার আবারও অভিযান পরিচালনা করা হয়। ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন সম্পূর্ণ নিভিয়ে দেয়া হয় এবং পরিবেশ অধিদপ্তরের সহায়তায় মেশিন নিষ্ক্রিয় করা হয় যাতে ইটভাটাটি পুনরায় চালু করতে না পারে।


অভিযানের পর ইটভাটার সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। পূর্বের রায়ের নির্দেশনা অনুযায়ী বাজেয়াপ্ত করা ইটভাটার নিলাম কার্যক্রম দ্রুত সম্পন্ন করে প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের তাগিদ দেয়া হয়েছে।


এ সময় সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান, ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রাকিবুল হাসান এবং ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।


তিতাস ট্রিবিউন


Post a Comment

Please do not enter any spam link in the comment box.

أحدث أقدم