ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন


ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

তিতাস ট্রিবিউন রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্নীতি দমন কমিশন (দুদক) কুমিল্লা সমন্বিত কার্যালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সচেতন নাগরিক কমিটির সহায়তায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।  


সোমবার সকালে সার্কিট হাউজ প্রাঙ্গণে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. দিদারুল আলম। এরপর কুমিল্লা-সিলেট মহাসড়কে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।  


মানববন্ধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে **“দুর্নীতি দমন ও প্রতিরোধে আমাদের করণীয়”** শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. দিদারুল আলম।  


সভায় সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আব্দুল মান্নান সরকার। সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম।  


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল মতিন এবং সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. মাহমুদুল হাসান।  


মুখ্য আলোচক ছিলেন দুর্নীতি দমন কমিশন কুমিল্লা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. তারিকুর রহমান।  


সভায় আরও বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা কামাল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আরজু, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহিন, মুক্তিযোদ্ধা আবু হোরায়রাহ, প্রধান শিক্ষক মো. সাহিদুল ইসলাম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রায়েজিদুর রহমান সিয়াম।  


বক্তারা দুর্নীতির বিরুদ্ধে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার এবং সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।  


অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোহাম্মদ ইসতিয়াক ভূঁইয়া, দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক ইমরান খান, জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।  

Post a Comment

Please do not enter any spam link in the comment box.

أحدث أقدم