ভারত থেকে আসা যাত্রীবাহী বাস দুর্ঘটনায় পড়েছিল, হামলার ঘটনা নয়: ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার

ভারত থেকে আসা যাত্রীবাহী বাস দুর্ঘটনায় পড়েছিল, হামলার ঘটনা নয়: ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার  



ব্রাহ্মণবাড়িয়া: ভারত থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসে হামলার কোনো ঘটনা ঘটেনি, বরং এটি একটি সড়ক দুর্ঘটনা ছিল বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. জাবেদুর রহমান। আজ (রোববার) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।  


পুলিশ সুপার বলেন, “গতকাল (শনিবার) ব্রাহ্মণবাড়িয়ার চান্দিয়ারা এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে একটি দুর্ঘটনা ঘটে। চারলেন সড়কের নির্মাণকাজের জন্য সড়ক সরু থাকায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। তবে এটি কোনো হামলার ঘটনা নয়। ভারতীয় গণমাধ্যমে এই ঘটনাকে সংখ্যালঘুদের ওপর পরিকল্পিত হামলা বলে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা এবং গুজব।”  


দুর্ঘটনার বিবরণ  

তিনি জানান, “আগরতলা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের বাসটি চান্দিয়ারা এলাকায় পৌঁছালে একটি ট্রাক ওভারটেক করার সময় বাসকে চাপ দেয়। বাসটি সরে গিয়ে পাশের একটি তিন চাকার ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি ক্ষতিগ্রস্ত এবং চালক আহত হন। তবে বাসের ২৬ জন যাত্রী—যার মধ্যে ১৭ জন ভারতীয় ও ৯ জন বাংলাদেশি ছিলেন—অক্ষত ছিলেন। ঘটনার পর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করে।”  


শ্যামলী পরিবহনের বাসচালক মো. আসাদুল হক বলেন, “একটি ট্রাক দ্রুত গতিতে ওভারটেক করতে গেলে আমি ইমার্জেন্সি ব্রেক কষি। এতে পেছনে থাকা একটি তিন চাকার কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। বাসে থাকা যাত্রীরা সম্পূর্ণ নিরাপদ ছিলেন, এবং দুর্ঘটনার বিষয়ে স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কোনো ঝামেলা হয়নি। ভারতীয় গণমাধ্যমে হামলার খবর দেখে আমিও অবাক হয়েছি।”  


গুজবের নিন্দা 

পুলিশ সুপার আরও বলেন, “বাংলাদেশ ও ভারতের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে। এই ধরনের ভিত্তিহীন গুজব রটিয়ে দুই দেশের জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানো অত্যন্ত দুঃখজনক। আমরা সবাইকে আহ্বান জানাই, বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকুন।”  


এ সময় উপস্থিত শ্যামলী পরিবহনের বাসচালকসহ হাইওয়ে পুলিশ ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরাও গুজবের প্রতিবাদ করেন।  


প্রতিবেদন: তিতাস ট্রিবিউন  

Post a Comment

Please do not enter any spam link in the comment box.

أحدث أقدم