ব্রাহ্মণবাড়িয়ায় তাহেরি গ্রেফতার অভিযানে হামলা ,পুলিশের তিন গাড়ি ভাঙচুর, ছয় পুলিশ আহত, আটক ছয়জন



ব্রাহ্মণবাড়িয়ায় তাহেরি গ্রেফতার অভিযানে হামলা ,পুলিশের তিন গাড়ি ভাঙচুর, ছয় পুলিশ আহত, আটক ছয়জন।


তিতাস ট্রিবিউন রিপোর্ট: 

গত শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরিকে গ্রেফতার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করা হয় এবং ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন।  


উপজেলার চরইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি এলাকায় রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশের অভিযানের সময় মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরি বাড়ির পেছনের বিলের পানিতে নেমে পালিয়ে যান।  


আহতদের পরিচয়:

হামলায় আহত ছয় পুলিশ সদস্য হলেন এসআই ফারুক, এএসআই প্রদীপ দাস, কনস্টেবল ইউনুস মিয়া, নিজাম উদ্দিন, মহসিন কবীর ও মো. শওকত। আহত পুলিশ সদস্যদের বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।  


আটককৃতদের পরিচয়: 

ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন ওমর আলী, শাহানুর, মোশারফ মিয়া, হাকিম মিয়া, সেলিম ও মিজান মিয়া। এদের সবার বাড়ি নাজিরাবাড়ি এলাকায়।  


পুলিশের বক্তব্য: 

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানিয়েছেন, বিনা অনুমতিতে একটি মাহফিল আয়োজন করায় গিয়াস উদ্দিন আত তাহেরিকে গ্রেফতার করতে পুলিশ অভিযানে যায়। তবে, গ্রেফতার এড়াতে তাহেরি একটি বাড়িতে ঢুকে প্রধান ফটক বন্ধ করে দেন। পরে পেছনের বিলের পানিতে নেমে পালিয়ে যান।  


এসময় তাহেরির ভক্তরা পুলিশের একটি পিকআপ, মাইক্রোবাস এবং একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করে। হামলার ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।  


পূর্বের ঘটনা:

এর আগে গত শুক্রবার আখাউড়ায় বিনা অনুমতিতে গিয়াস উদ্দিন আত তাহেরির একটি মাহফিল আয়োজন করা হয়। সেখানে পুলিশের নির্দেশে মাহফিল দ্রুত শেষ করার চেষ্টা করলে উসকানিমূলক বক্তব্য এবং পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। ওই হামলায় এক এসআই গুরুতর আহত হন।  

এই ঘটনায় তাহেরিসহ ১৫ জনের নাম উল্লেখ করে আখাউড়া থানায় একটি মামলা দায়ের করা হয়।  

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। 

Post a Comment

Please do not enter any spam link in the comment box.

أحدث أقدم