সরাইলে মাহফিলের নামে গান-বাজনা বন্ধ করলেন ভ্রাম্যমাণ আদালত
তিতাস ট্রিবিউন রিপোর্ট
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাহফিলের নাম ব্যবহার করে আয়োজন করা গান-বাজনা বন্ধ করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাতে উপজেলার বৈশামুড়া গ্রামে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন।
পুলিশ সূত্রে জানা যায়, ফিরোজ মিয়া নামে এক ব্যক্তি মাহফিলের নামে গান-বাজনার আয়োজন করেন। এই আয়োজন কবরস্থানের পাশে হওয়ায় স্থানীয় বাসিন্দারা আপত্তি জানান। তারা বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করেন।
প্রাথমিকভাবে ফিরোজ মিয়াকে ফোনে নির্দেশনা দিয়ে আয়োজন বন্ধ করতে বলা হয়। তবে নির্দেশনা উপেক্ষা করায় পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। তখন সেখানে বিপুল সংখ্যক লোকের সমাগম থাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পুলিশকে সেখান থেকে সরে আসতে হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন ঘটনাস্থলে উপস্থিত হয়ে গান-বাজনা বন্ধ করেন। অভিযানের সময় ফিরোজ মিয়া পালিয়ে যান। পুলিশ গান-বাজনার কাজে ব্যবহৃত কিছু সরঞ্জাম জব্দ করে নিয়ে আসে।
إرسال تعليق
Please do not enter any spam link in the comment box.