ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিএনপির সম্মেলনে অধ্যাপক সেলিম ভূঁইয়া: "ভারতের সঙ্গে করা সব চুক্তি বাতিল করতে হবে"
তিতাস ট্রিবিউন রিপোর্ট:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম ভূঁইয়া বলেছেন, "আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র সংস্কারের জন্য ৩১ দফা দিয়েছেন। এসব দফায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও প্রশাসনসহ সব খাতের সংস্কারের দিকনির্দেশনা দেওয়া আছে। তাহলে কেন আপনারা সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বিত করে দেশকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন?"
শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জহিরুল ইসলাম চৌধুরী লিটনের সভাপতিত্বে আয়োজিত এ সম্মেলনে অধ্যাপক সেলিম বলেন, "পার্শ্ববর্তী দেশ প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিএনপি সব ষড়যন্ত্র নস্যাৎ করবে। জনগণের দুর্যোগ বা সমস্যার সময় বিএনপি সবসময় পাশে থেকেছে। ভারতীয় আধিপত্য আমরা মেনে নেব না। গত ১৫ বছরে হাসিনা সরকারের করা সব চুক্তি বাতিল করতে হবে।"
তিনি আরও বলেন, "আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কখনো ভারতের আধিপত্য মেনে নেননি। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেই তাঁকে হত্যা করা হয়েছে। এই সম্মেলন থেকে আমরা ঘোষণা দিচ্ছি, বাংলাদেশে কোনো ষড়যন্ত্র বাস্তবায়িত হতে দেওয়া হবে না। এ দেশ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের দেশ। বিএনপি জনগণের কল্যাণে অতীতেও কাজ করেছে, ভবিষ্যতেও করবে।"
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। তিনি বলেন, "আগামী নির্বাচন আমাদের ফাইনাল পরীক্ষা। এই পরীক্ষায় সফল হতে ধৈর্য ও সংযম ধরে রাখতে হবে। আমাদের কষ্ট বৃথা যেতে দেওয়া যাবে না।"
সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া এবং জেলা বিএনপির সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম সিরাজ।
সকাল থেকেই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল, ব্যানার ও ফেস্টুন নিয়ে সম্মেলনস্থলে জড়ো হতে থাকেন। একপর্যায়ে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
إرسال تعليق
Please do not enter any spam link in the comment box.