পৌর কর্মচারী কিরণ মোল্লার উপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ ও মানববন্ধন, গ্রেপ্তার না হলে কর্মবিরতির ঘোষণা! Brahmanbaria News

পৌর কর্মচারী কিরণ মোল্লার উপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ ও মানববন্ধন, গ্রেপ্তার না হলে কর্মবিরতির ঘোষণা



তিতাস ট্রিবিউন রিপোর্ট:  

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের সুপারভাইজার কিরণ মোল্লার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রোববার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন পৌরসভার কর্মচারীরা। সকাল ১০টায় পৌর ভবনের সামনে থেকে শুরু হওয়া মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।  


সমাবেশে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া পৌর কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. মোতালেব মিয়া। বক্তব্য রাখেন সমাজকর্মী মো. নজরুল ইসলাম, পৌর পানি সরবরাহ শাখা কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মনির, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম শ্রাবণ, সংরক্ষণ শাখার টিম লিডার দোলোয়ার হোসেন দিলু, মো. এমরান হোসেন, মো. খালেদ মিয়া, মো. তাজুল ইসলাম, মো. মনির হোসেন, মোহাম্মদ খা ও মিলন খাঁ প্রমুখ।  


বক্তারা বলেন, "পরিচ্ছন্নতা কর্মীরা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। অথচ সামান্য কারণে তাদের উপর হামলার ঘটনা ঘটছে। এ ধরনের ঘটনা বিচারহীন থাকায় অপরাধীরা বারবার একই কাজ করে যাচ্ছে।"  


তারা অবিলম্বে সুপারভাইজার কিরণ মোল্লার উপর হামলাকারী কাউতলী এলাকার রাজিব, তানিম এবং সাইদুল গংদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, "আগামী তিন দিনের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা কর্মবিরতিতে যাবেন।"  


ঘটনার পেছনের কাহিনী:  

গত ১ ডিসেম্বর দুপুরে কিরণ মোল্লা তার পেশাগত দায়িত্ব পালনের জন্য শহরের কাউতলী এলাকায় গেলে সন্ত্রাসী রাজিব ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। নির্মম এ হামলায় কিরণ গুরুতর আহত হন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।  


কর্মচারীরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ আশা করছেন।  

Post a Comment

Please do not enter any spam link in the comment box.

أحدث أقدم