মেঘনায় ঘন কুয়াশায় পথ হারানো ফেরি উদ্ধার, ৯৯৯-এ ফোনকলে রক্ষা পেল ২০০ যাত্রী | Ferry Rescue Meghna | Titas Tribune News

999 Facebook Page


মেঘনায় ঘন কুয়াশায় পথ হারানো ফেরি উদ্ধার, ৯৯৯-এ ফোনকলে রক্ষা পেল ২০০ যাত্রী  | Ferry Rescue Meghna


ব্রাহ্মণবাড়িয়া, ১৪ ডিসেম্বর ২০২৪  

মেঘনা নদীর ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ফেরিঘাট থেকে নারায়ণগঞ্জের আড়াইহাজারের বিষনন্দী ফেরিঘাটে যাওয়ার পথে ঘন কুয়াশায় পথ হারিয়ে প্রায় দুই কিলোমিটার দূরে চলে যায় একটি ফেরি। শনিবার ভোররাত সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফেরিতে থাকা নুর আলম নামে এক যাত্রী জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সাহায্য চান।  


নুর আলম ফোনে জানান, ঘন কুয়াশার কারণে ফেরি চালকরা সঠিক পথ নির্ণয় করতে পারছিলেন না। ফেরিতে অ্যাম্বুল্যান্সে থাকা একজন রোগী, বরযাত্রীবাহী গাড়ি এবং প্রায় ২০০ জন যাত্রী ছিলেন। অনিশ্চিত পরিস্থিতিতে সাহায্য চেয়ে তিনি ৯৯৯ নম্বরে ফোন করেন।  


৯৯৯ কল সেন্টারে ফোনটি রিসিভ করেন কনস্টেবল তৌহিদুল ইসলাম। তিনি দ্রুত ঘটনাটি উদ্ধার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেন। উদ্ধার কাজ সমন্বয় করেন ৯৯৯-এর ডেপুটি ডিসপ্যাচার এসআই আব্দুল মানান।  


ঘটনার পরপরই আড়াইহাজারের খাগকান্দা নৌ পুলিশ ফাঁড়ির একটি দল এবং সড়ক ও জনপথ বিভাগের ফেরি রক্ষণাবেক্ষণ উপবিভাগের একটি দল উদ্ধার অভিযানে অংশ নেয়। তাদের যৌথ প্রচেষ্টায় ফেরিটি নিরাপদে আড়াইহাজারের বিষনন্দী ফেরিঘাটে পৌঁছানো সম্ভব হয়।  


সড়ক ও জনপথ বিভাগের ফেরি রক্ষণাবেক্ষণ উপবিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোতালেব হোসেন ফেরি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ৯৯৯-এর সময়োপযোগী নির্দেশনা এবং নৌ পুলিশের দ্রুত পদক্ষেপের কারণেই কোনো দুর্ঘটনা ছাড়াই যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানো সম্ভব হয়েছে।  


ঘন কুয়াশার কারণে ফেরি চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Post a Comment

Please do not enter any spam link in the comment box.

أحدث أقدم