আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে নাসিরনগরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
Titas Tribune Report: “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা”—এই প্রতিপাদ্য নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহযোগিতায় উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি এ আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন। পরে উপজেলা পরিষদের সামনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, এনজিও কর্মী, সাংস্কৃতিক কর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে “দুর্নীতি দমন ও প্রতিরোধে আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট শামসুজ তাবব্রীজ। সঞ্চালনায় ছিলেন কমিটির সাধারণ সম্পাদক আকতার হোসেন ভূঁইয়া।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউস সারোয়ার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সামিউল বাছির, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিনুল আরেফিন, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাসান জামিল খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাখেশ পাল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নুর মোহাম্মদ এবং পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো. জহিরুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শিবলী চৌধুরী, ডা. নাজিম উদ্দিন, রিমা দাস, শিক্ষার্থী মহসিন আল রনি এবং আরও অনেকে।
বক্তারা দুর্নীতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
إرسال تعليق
Please do not enter any spam link in the comment box.