পুলিশ ক্লিয়ারেন্স ও নাগরিকত্ব সনদসহ কয়েকটি সেবার ফি বৃদ্ধি
সরকার পুলিশ ক্লিয়ারেন্স, দ্বৈত নাগরিকত্ব সনদ, বাংলাদেশের নাগরিকত্ব সনদ, স্থায়ী আবাসিক সুবিধা, দত্তক সনদসহ বিভিন্ন সেবার ফি বৃদ্ধি করেছে। এছাড়া, বিদেশি নাগরিকদের বাংলাদেশে অবস্থানের নিয়মিতকরণের জন্যও ফি বাড়ানো হয়েছে।
সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা দুটি পৃথক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ ক্লিয়ারেন্স ও অন্যান্য ফি বৃদ্ধি
পরিপত্রে বলা হয়, ২০১১ সালের ১৫ মার্চের নির্দেশনা অনুযায়ী পুলিশ ক্লিয়ারেন্স সেবার ফি ছিল ৫০০ টাকা, যা এবার তিন গুণ বাড়িয়ে ১,৫০০ টাকা করা হয়েছে। দ্বৈত নাগরিকত্ব সনদের ফি ৫ হাজার টাকা থেকে দ্বিগুণ বাড়িয়ে ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া, বাংলাদেশের নাগরিকত্ব সনদের ফি ৪ হাজার টাকা থেকে পাঁচ গুণ বৃদ্ধি করে ২০ হাজার টাকা করা হয়েছে। নাগরিকত্ব পরিত্যাগের ফি ৫ হাজার থেকে বাড়িয়ে ২০ হাজার এবং স্থায়ী আবাসিক সুবিধার ফি ৭ হাজার থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা করা হয়েছে। দত্তক সনদের ফি ১ হাজার থেকে পাঁচ গুণ বাড়িয়ে ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
বিদেশি নাগরিকদের ফি বৃদ্ধি
পরিপত্র অনুযায়ী, ২০১২ সালের নির্দেশনায় উল্লেখ করা হয়েছিল যে, বাংলাদেশে ৫০ লাখ মার্কিন ডলার বিনিয়োগকারী বিদেশি নাগরিকদের ভিসা ছাড়াই দেশে প্রবেশের অনুমতি দেওয়া হবে। এটি বহাল থাকছে। তবে অন্যান্য বিদেশিদের জন্য, যাদের ভিসা প্রয়োজন নেই (নো ভিসা রিকোয়ার্ড - এনভিআর), তাদের জন্য ৮০ ডলার ফি প্রযোজ্য হবে।
إرسال تعليق
Please do not enter any spam link in the comment box.