প্রেমের টানে ছয় হাজার কিলোমিটার পাড়ি, ইউক্রেনের প্রকিপের বিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বৃষ্টির সঙ্গে
তিতাস ট্রিবিউন
দুই বছরের ভালোবাসার টান। বাধা হয়নি ছয় হাজার কিলোমিটারের দূরত্ব, ভিন্ন ধর্ম কিংবা সংস্কৃতি। মেসেঞ্জারে পরিচয়ের সূত্র ধরে ধীরে ধীরে গড়ে ওঠা প্রেমের সম্পর্ক গড়িয়েছে পরিণয়ে।
ইউক্রেনের নাগরিক অ্যান্দ্রো প্রকিপ, যিনি বর্তমানে ইসলাম গ্রহণ করে নাম পরিবর্তন করে হয়েছেন মোহাম্মদ। তিনি বিয়ে করেছেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কালাছড়া গ্রামের মেয়ে বৃষ্টি আক্তারকে। বিয়ের পর বৃষ্টির নাম হয়েছে বৃষ্টি প্রকিপ।
ফেসবুক থেকে প্রেম, শেষ পর্যন্ত বিয়ে
বৃষ্টি আক্তার কালাছড়া গ্রামের কামাল মিয়ার মেয়ে। এসএসসি পাস করা বৃষ্টি টুকটাক ইংরেজি জানেন। দুই বছর আগে ফেসবুকে প্রকিপকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর মাধ্যমে তাদের পরিচয় শুরু। এই পরিচয় দ্রুতই রূপ নেয় গভীর প্রেমে।
গত ১৯ ডিসেম্বর বাংলাদেশে আসেন প্রকিপ। সেদিনই ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়ে বিয়ে করেন বৃষ্টিকে। বিয়ের পর থেকেই তাদের ভালোবাসার গল্প এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
ভালোবাসা ও বিয়ের গল্প
সোমবার (৩০ ডিসেম্বর) সকালে কালাছড়া গ্রামে দেখা মেলে নবদম্পতির। কথা বলেন তাদের প্রেম ও বিয়ে নিয়ে। বৃষ্টি জানান, “প্রকিপ আমাকে শুরু থেকেই বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিল। সে তার কথা রেখেছে, আর আমি তাকে পেয়ে খুব খুশি। এখন আমি তার সঙ্গে বিদেশে যাওয়ার প্রক্রিয়া করছি।”
প্রকিপ জানান, “বৃষ্টি আমাকে খুব আকৃষ্ট করেছে তার আন্তরিকতা ও ভালোবাসা দিয়ে। আমি মুসলিম হতে চেয়েছিলাম এবং বিয়ে করার বিষয়টিও আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল। আমি এখন খুব খুশি এবং বাংলাদেশ আমার ভালো লাগছে।”
স্থানীয়দের প্রতিক্রিয়া
কালাছড়া ইউনিয়নের মেম্বার ফরহাদ আলী বলেন, “প্রেমের এমন গল্প আমাদের সবাইকে মুগ্ধ করেছে। এই দম্পতিকে একনজর দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে। আমরা তাদের জন্য শুভকামনা জানাই।”
নবদম্পতির প্রত্যাশা
বৃষ্টি ও প্রকিপ তাদের নতুন জীবনে সবার দোয়া চেয়েছেন। তাদের এ ভালোবাসার গল্প এলাকায় যেমন আশার বার্তা ছড়িয়েছে, তেমনি মানুষের মনে জাগিয়েছে ভালোবাসার নতুন উপলব্ধি।
إرسال تعليق
Please do not enter any spam link in the comment box.