ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত
Titas Tribune Report: বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ইকবাল হোসাইন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট ইসলাম উদ্দিন দুলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর নূর মোহাম্মদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন এবং অধ্যক্ষ শামসুজ্জামান আশরাফী।
সভায় আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ খবির উদ্দিন, কবি আল মাহমুদ স্মৃতি রক্ষা পরিষদের সাধারণ সম্পাদক লিটন হোসেন জিহাদ এবং অ্যাডভোকেট মোঃ মোজাম্মেল হক।
বিশ্ব মানবাধিকার দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রয়াসের ওপর জোর দেন এবং সামাজিক ও নৈতিক দায়িত্ববোধের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
إرسال تعليق
Please do not enter any spam link in the comment box.